সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ কৃষি জমি অধিগ্রহণ করার প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের ধারাবর্ষা, আতামারি ও ক্যাইজার চরের কৃষকরা । শুক্রবার সকালে ক্যাইজার চরে এলাকায় এ মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । আবাদী জমি হারানো ও বাড়ীঘর উচ্ছেদের আশংকায় আড়াই হাজার কৃষক পরিবার এথন আতংক ও উৎকন্ঠায় দিন কাটাচ্ছে । মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, আশরাফ আকন্দ, বারিক আকন্দ,রসুল মন্ডল, মহিদুল ইসলাম প্রমুখ । বক্তারা বলেন, পাওয়ার প্লান্ট প্রকল্প গ্রহণের নামে ঐ এলাকায় ৭০০ একর কৃষি ও ফসলি জমিকে বালু চর দেখিয়ে অধিগ্রহণ করার প্রক্রিযা চলছে । ইতোমধ্যে ঐ এলাকায় কয়েকদফা জরিপ কার্য পরিচালনা করা হয়েছে ।আমরা বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ধারাবর্ষা মৌজায় বাব দাদা পূর্ব পূরুষের আমল থেকে চাষাবাদ করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসিতেছি। এজমিগুলো জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ক্যাইজার চর মৌজায় ৭০০ একর জমি বালু চর দেখিয়ে সৌরবিদ্যুৎ পাওয়ার প্লান্ট প্রকল্প হাতে নেয়া হয়েছে । আমরা শুনেছি কৃষি জমিতে প্রকল্প গ্রহণ করা যাবেনা বলে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। ফসলী জমি অধিগ্রহণ করা হলে আমাদের শুধু জীবন জীবিকাই বন্ধ হবেনা বসতবাড়িও উচ্ছেদ হবে । ফলে আমাদের যাওয়ার আর কোন জায়গা থাকবেনা । মানববন্ধনে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করে তাদের ফসলিজমি ও বসতবাড়ী রক্ষার দাবী জানিয়েছেন ।