কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া প্রেসক্লাবের সভাপতি আরিফ রেহমানের ছেলে ও কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক আজিজ আহমেদ রুবেলের ভাতিজা মেধাবী ছাত্র মোঃ ইরাম আর রহমানের অকাল মৃত্যুতে কাহালুতে দোয়া মাহফিল। বৃহস্পতিবার বাদ আছর কাহালু উপজেলা স্বেচ্ছা সেবক পার্টির আয়োজনে বাজার মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শরিক হন বগুড়া জেলা স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি লুৎফর রহমান সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা স্বেচ্ছা সেবক পার্টির সাধারণ সম্পাদক আজিজ আহমেদ রুবেল, কাহালু উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইব্রাহীম আলী ধলু, সাধারন সম্পাদক শাহিন সরকার, পৌর জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক খোরশেদ আলম জেমস, উপজেলা স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি জাহিদ হাসানসহ জাতীয় পার্টি ও স্থানীয় মুসল্লীরা। উল্লেখ্য বগুড়া আর্মস ব্যাটালিয়ান স্কুলের চলতি বছরের এস, এস, সি পরীক্ষার্থী ও মেধাবী ছাত্র মোঃ ইরাম আর রহমান সম্প্রতি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।