পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ২০১৯-২০২০ অর্থ বছরের ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় ভাতাভূগীদের নিয়ে হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও পৌরসভার সহযোগীতায় পৌর হলরুমে এই হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি উপজেলা নিবার্হী অফিসার বরমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সোলায়মান হাসান মেহেদী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের ডা:মাজহারুল ইসলাম।
এসময় সেখানে পৌরসভার প্যানেল মেয়র নুর হোসেন,কমিশনার মুনছুর রহমান,আব্দুল হান্নান রনিসহ অনেকেই উপস্থিত ছিলেন।