পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ১৭জন অসহায় ও বেকার দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত রফিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট,জেলা পরিষদ সদস্য সুমন কুমার সাহা,মামুনুর রশীদসহ অনেকে।
সেলাই মেশিন পেয়ে পাঁচবিবি উপজেলার এই ১৭ নারী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অভাব- অনটনের সংসারে তেমন কোনো ভূমিকা রাখতে পারতাম না। এখন থেকে আমি সংসারে আয় রোজগারের ভূমিকা রাখতে পারব।
জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট বলেন,বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় নারীদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব হবে।