ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা হলরুমে বৃহস্পতিবার বেলাা-১২টায়-স্থানীয় জনপ্রতিনিধি-উপজেলা কর্মকর্তা-কর্মচারিসহ প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা হয়েছে।
এতে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমের সভাপতিত্বে-প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আঃ রাফে খন্দকার সাহানসা। অন্যান্যদের মধ্যে কৃষি অফিসার এখলাস হোসেন সরকার-মহিলা ভাইস চেয়ারম্যান রশিনা সরেন ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর নেয়াজ হোসেনসহ প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিকরা। এর আগে উপজেলা চত্বরে একটি ফলের চারাগাছ রোপন করাসহ কাদিমনগর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন।