আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য অফিসের অধীনে তিলোচ আর্দশগ্রাম জলাশয়ের পার সংলগ্ন বসবাসকৃত ভুমিহীনদের তত্বাবধায়নে আর্দশগ্রাম জলাশয়ে চাষকৃত মাছ বিক্রির লভ্যাংশ বিতরন করা হয়েছে। সরকারী ওই জলাশয়ের পাশে বসবাসরত ১৭জন ভুমিহীন এবং ৩জন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি এই সুফল পেয়ে থাকেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তিলোচ আর্দশগ্রামে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল প্রত্যেক সুফলভোগীদের মাঝে নগদ সাড়ে ৭ হাজার টাকা করে বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান এসএম বেলাল হোসেন,উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার রায়হানুল হাসান,উপজেলা মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম,ক্ষেত্রসহকারী ফারুক হোসেন,(এনএটিপি-২) ক্ষেত্রসহকারী বিপুল কুমার সরকার,স্থানীয় মৎস্য সম্প্রসারন প্রতিনিধি আতিকুর রহমান বাবলু প্রমূখ।