বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা বিএনপি’র কার্যালয়ে বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ । এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শহর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান বকুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ তাহা উদ্দিন নাইন, সহিদ উন নবী সালাম, শাকিল, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরকার মকুল, বগুড়া শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফারুকে আজম, রাশেদুল ইসলাম, শাহ নেওয়াজ সাজন, রেজাউল করিম লাবু, তাজমিনুর বিচিত্র, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, বগুড়া শহর যুবদলের যুগ্ম আহবায়ক সৌরভ হাসান, আদমদীঘি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহফুজুল হক টিকন, শাহাদত সোহাগ, শামীম, জুম্মান আলী প্রমুখ।