দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাছাই লীগ খেলা উপলক্ষে দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন করা হয়েছে। গতকাল সকালে দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি রফিকুল ইসলাম ও সহসভাপতি আবু কালাম আজাদ এ জার্সির উন্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ক্যাপ্টেন মাহবুব হোসেন আপেল, প্রচার সম্পাদক ও ভাইস ক্যাপ্টেন আরফান সরদার, ক্রীড়া সম্পাদক মনিমুর রহমান মুন্না। এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্য ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।