পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী বলেছেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সে লক্ষ্যে স্থানীয় ভাবে আমরা কাজ করে যাচ্ছি। এই উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালে কর্মরত সকলকে পারস্পারিক সহযোগীতা থাকতে হবে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র জোর প্রচেষ্ঠা ও নির্দেশনায় আমরা আজ পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের সেন্ট্রাল অক্্িরজেন সাপ্লাই সরঞ্জাম, এসি সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদী পেয়েছি। ইতোমধ্যে সাপে কামড়ানো রোগিদের জন্য এন্টি ¯œাক ভেনিয়ুম ঔষুধ সরবরাহ করা হয়েছে। আশা করি সাপে কামড়ানো রোগি সহ উপজেলাবাসীর চিকিৎসা সেবায় কোন ব্যাঘাত ঘটবেনা। তিনি আরও বলেন, বিগত সময়ে এই হাসপাতালকে মানুষ নিতপুরের হাসপাতাল বলে মনে করতো। এখন কিন্তু তানা। বর্তমানে এ উপজেলার মানুষ এখানে সব রকমের স্বাস্থ্যসেবা পাচ্ছে। যদি কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন তাহলে অভিযোগ করবেন আমরা ব্যবস্থা নিব। বিভিন্ন অনলাইন ও পত্রিকায় পোরশায় সর্দিজ্বর ও কাশি ছড়িয়ে পড়েছে শিরোনামে খবর প্রকাশ হলে তিনি সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র উপস্থিত হয়ে রোগিদের খোঁজখবর নেওয়ার সময় উল্লেখিত কথাগুলি বলেন। তিনি হাসাপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং বহির্বিভাগে চিকিৎসা নিতে আশা একাধীক রোগির সাথে কথা বলেন। সর্দিজ্বর হলে আতংকিত হওয়ার কিছু নেই বলে তিনি রোগিদের আশ্বস্ত করেন। এসময় হাসপাতালে আগত ও ভর্তি হওয়া রোগিদের স্বাস্থ্য এবং খাদ্যমান নিশ্চত করার জন্য তিনি স্বাস্থ্য কর্মকর্তাকে পরামর্শ প্রদান করেন। পরিদর্শনকালে উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান সহ কর্মকর্তাবৃন্দ তার সাথে ছিলেন।