বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বদলগাছী উপজেলা সদরের চাকরাইল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী ওরফে বেলাল চৌধুরী গত ১৯ সেপ্টেম্বর বিকাল ৩ টায় রাজশাহী ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১০ টায় চাকরাইল রিজওয়ান ক্লাব মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার পূর্বে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, নাতি- নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কর্মজীবনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ( বিআরডিবি) হিসেবে অবসরে যান। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড থেকে শোক প্রকাশ করা হয় এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানো হয়।