গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং ও নারী নির্যাতনসহ আইন শৃঙ্খলা বিষয়ে জনসাধারণকে সচেতন করতে গতকাল সোমবার (২০ সেপ্টম্বর২১) বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়ন পরিষদ কক্ষে স্থানীয় বিট পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আগা নিহাল বিন জলিল তপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম। কাগইল ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এসআই শামীম আহম্মদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সাবেক চেয়ারম্যান শফি আহম্মেদ স্বপন, বর্তমান প্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান শামীম, থানার এএসআই রফিকুল ইসলাম, থানা পুলিশিং কমিটির সদস্য ও কাগইল ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন মন্ডল, স্থানীয় লুৎফর রহমান, আজিজুল হক স্বপন, জাকিরুল ইসলাম, সাইফুল ইসলাম, মোফাজ্জল হোসেন প্রমূখ।