সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার থেকে প্রতিদিন ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী তিন মাসের মধ্যে গ্যাস সরবরাহ পরিস্থিতি উন্নতি হলে এই রেশনিং বন্ধ করা হবে।
গত বুধবার সরকারের পক্ষ থেকে দৈনিক চার ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। ওই সময় জানানো হয়, পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে হলে পর্যাপ্ত গ্যাসের প্রয়োজন রয়েছে।
পেট্রোবাংলার পক্ষ থেকে বলা হচ্ছে, সিএনজি খাতে গ্যাস রেশনিংয়ের ফলে ৮২ মিলিয়ন ঘনফুট গ্যাস সাশ্রয় হবে।