দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলা স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে ৪র্থ বারের মতো উৎসব ও আনন্দ ঘণ পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে শিল্পী ও ভাষ্কর্য এবং যন্ত্র ও যন্ত্র কৌশলের দেবতা বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপচাঁচিয়া সোনারপট্টিতে এ পূজা অনুষ্ঠিত হয়। প্রতিবছর ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি পতু দত্ত, সহসভাপতি ভূষণ অধিকারী, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম খান বাবু, যুগ্ম সম্পাদক রিংকু কু-ু, উত্তম দাস, সাংগঠনিক সম্পাদক সাধন কর্মকার, কোষাধ্যক্ষ ভানু মন্ডল, প্রচার সম্পাদক রিপন দত্ত, দপ্তর সম্পাদক বিপ্লব দত্ত, ধর্মীয় সম্পাদক বিকাশ দত্ত, ক্রীড়া সম্পাদক শংকর বর্মণ, সদস্য চঞ্চল বর্মন সহ অন্যান্যরা। পূজা মন্ডপে আগত হিন্দু ধর্মালম্বীর ভক্তরা জানান, এ মহাবিশ্বের শিল্পনৈপন্য স্থাপত্য শিল্প ও কারুকার্য সৃষ্টিতে দেবতা হিসাবে বিশ্বকর্মা অনন্য। বিশ্বকর্মা মানুষকে শৈল্পিক জ্ঞান ও মেধা দান করেন। তাই ভক্তরা তার কৃপা লাভের উদ্দেশ্যে এ পূজা করে থাকেন।