ঢাকা : জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা। আশির দশক থেকে প্রতি বছর তাপমাত্রা দ্বিগুণ পরিমাণে বেড়েছে। যা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। গ্লোবাল বিবিসির এক বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে। এতে আরও বলা হয়, বিশ্বে আগের তুলনায় আরও বেশি অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির ঘটনা বেড়েছে। যা মানুষের স্বাস্থ্য এবং জীবনধারণের ক্ষেত্রে অস্বাভাবিক প্রভাব ফেলেছে। ১৯৮০ সাল থেকে প্রতি বছরই ৫০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা বৃদ্ধির দিনের সংখ্যা বাড়তে থাকে। ১৯৮০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রতিবছর গড়ে ১৪ দিন তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল।
২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৬ দিনে। একই সময়ে বছরে অতিরিক্ত ১৪ দিন তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস কিংবা এর বেশি ছিল। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফ্রেডরিকো অটো বলেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে এটা ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।