বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক দুঃস্থ অসহায়, দুরারোগ্য ব্যধিতে অাক্রান্ত ও কোভিড-১৯ এর কারনে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা এবং নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের মাঝে এককালীন অর্থ ও চেক বিতরণ করা হয়েছে। বদলগাছী উপজেলা প্রশাসন এবং সমাজসেবা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ২২ জন ব্যক্তিকে ৫০০০০/- টাকা এবং ২৩ টি সংস্থার মাঝে ২৬৩০০০/- টাকার চেক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান এবং উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। এসময় সমাজসেবা দপ্তরের রজত কান্ত গোস্বামী ও অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।