বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ২০২১-২০২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও নাবী পাট বীজ ফসলের উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের হলরুমে কৃষকদের হাতে উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তা হাসান আলী জানান, ৭৫ জন চাষীকে পাটবীজ ৫০০ গ্রাম,ডিএপি ১০ কেজি,পটাশ ১০ কেজি,ইউরিয়া ১০ কেজি, পরিচর্যা, বালাইনাশক, লেবার খরচ ও জমি প্রস্তুত বাবদ ২৬৩০/- টাকা করে এবং ১০০ জন চাষীকে পেঁয়াজ বীজ ১ কেজি, ডিএপি ২০ কেজি, পটাশ ২০ কেজি, পলিথিন, সুতলি, পরিচর্যা, লেবার খরচ ও বাঁশ ক্রয় বাবদ ২৮০০/- টাকা করে প্রদান করা হয়েছে।