বদলগাছী( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। দীর্ঘ দিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। ছাত্র – ছাত্রীরা আনন্দে বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে। বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কিনা তা দেখতে বিদ্যালয় পরিদর্শনে বের হন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। তিনি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ছোট ছোট ছাত্র- ছাত্রীদের চকলেট দিয়ে আপ্যায়িত করেন। যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক পড়িয়ে দেন। তিনি স্বাস্থ্য বিধি কঠোরভাবে প্রতিপালনের জন্য বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকাদের নির্দেশ প্রদান করেন।