বগুড়ায় পুনরায় এলপি গ্যাস ডিপো চালুর দাবীতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ এলপি গ্যাস সোসাইটি। রোববার রাতে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন লা-ভিলা হোটেলে এ আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. মঞ্জুরুল হক মঞ্জু। এসময় আলোচনায় অংশ নেন পদ্মা অয়েল কোম্পানীর সহকারি জেনারেল ম্যানেজার (সেলস) হারিস আহম্মেদ সরকার, মেঘনা অয়েল কোম্পানীর ব্যবস্থাপক ( বিক্রয়) ও আঞ্চলিক প্রধান এস এম হাবিবুল্লাহ ও যমুনা অয়েল কোম্পানীর সহকারি জেনারেল ম্যানেজার জসিম উদ্দিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল মালেক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম খাঁন, সমর দাস, মোন্তেজার রহমান আঞ্জু, মুরাদ মিয়া, আমীর হোসেন, আকরাম হোসেন, বজলুর রশিদ, হেলাল উদ্দিন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, রাজু আহম্মেদ লিলু, আব্দুল মোমিন, নওশাদ আলী চঞ্চল প্রমুখ। আলোচনা সভায় নেতারা বগুড়ায় অবিলম্বে এলপি গ্যাস ডিপো পুনরায় চালুর জন্য ৩ কোম্পানীর কর্মকর্তাদের নিকট জোর দাবী জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহব্বান জানান।