পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পেনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। উপজেলা মৎস কমকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ঢাকা নিজ কার্যালয় থেকে মোবাইল ফোনে কথা বলে প্রধান অতিথি হিসাবে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এসময় তিনি এ উপজেলার ২২টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করণের ঘোষনাদেন। প্রধান অতিথির উদ্বোধনের পরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এসময় ইউএনও নাজমুল হামিদ রেজা, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, মৎস কর্মকর্তা মনরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার, নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক সহ মৎসজীবি ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।