ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মিথুন বাবু ওরফে মিশু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১২-২১৪৭) জব্দ করা হয়। সোমবার (১৩ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মিথুন বাবু মিশু ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের গোপালনগর কাচারিবাড়ি এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গ্রেফতারকৃত মিথুন বাবু মিশু দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে ধুনট সহ আশপাশের এলাকায় পাইকারী বিক্রি করতো। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে কয়েকজন পালিয়ে গেলেও ১৫ পিস ইয়াবা সহ ইয়াবার ডিলার মিশুকে গোপালনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। এঘটনায় থানায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।