দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে খরিফ/২০২১-২২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় গীষ্মকালীন পেয়াজ ও নাবী পাট বীজ উৎপাদনের লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক/কৃষানীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, উপজেলা ভেটিরেনারী সার্জন ডাঃ আবু হেনা মো. মোর্শেদ ই ইলাহী রিয়েল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামনাশিস সরকার, অতিরিক্ত কৃষি অফিসার সালমা আকতার প্রমুখ। এদিন উপজেলার ৭০জন কৃষান কৃষানীর মাঝে প্রতিজনকে গীষ্মকালীন ১কেজি পেয়াজ বীজ, ২০কেজি ডিএপি সার, ২০কেজি এমওপি সার, বালাই নাশক, রশি ও পলিথিন এবং ৩০জন কৃষান কৃষানীর মাঝে প্রতিজনকে নাবী পাট বীজ আধা কেজি, ১০কেজি ইউরিয়া সার, ১০কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার এবং সাইনবোর্ড প্রদান করা হয়।