গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিয়ে রোধে বেসরকারী সংস্থা এসকেএস এর উপজেলা সোশ্যাল সার্পোট কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার জেলা পরিষদের গোাবিন্দগঞ্জস্থ ডাক বাংলোর হলরুমে এসএসকেএস ফাউন্ডেশনের এএসএসআর ফর ইএমডাব্লিউজি প্রকল্পের বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত। এতে বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার বিউটি বেগম, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, এ্যাডভোকেট চৌধুরী জাকিরুল হাসান সাথিন, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফারুক হোসেন, রাখাল বুরুজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, নাকাই হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মামুন মোবারক, নাকাই নারী দলের সদস্য রিভা লইজু প্রমুখ। সভায় সুধী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কাজি, গৃহীনি, নারীদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।