বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে উন্নয়নের নামে গাছ কেটে নির্বিচারে পাখি হত্যার প্রতিবাদে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) নওগাঁ জেলা শাখার আয়োজনে এক মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল সাড়ে ১০ টায় মুক্তির মোড়ে অনুষ্ঠিত মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাপা’ র নওগাঁ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ রোস্তম আলী,সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, সদস্য এ্যাডঃ মহসিন রেজা প্রমুখ। সভায় বক্তারা বলেন, অবিলম্বে নির্বিচারে পাখি হত্যা বন্ধ করে পাখিদের নীড়গুলো রক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।