বগুড়া : আগামী ২২ শে সেপ্টেম্বর বর্ধিত সভাকে সফল করার লক্ষ্যে কাহালু উপজেলা কৃষকলীগের উদ্যোগে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বগুড়া শহরের বড়গোলাস্থ অস্থায়ী কার্যালয়ে কাহালু উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক শ্রী রনজন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা । বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মুঞ্জুরুল হক মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাংগাঠনিক সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতা আখতারুজ্জামান তুষার, সদস্য বজলার রহমান বকুল, কাহালু পৌর কৃষকলীগের সভাপতি সেলিম সরকার ও সাধারন সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ। প্রমুখ । সভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারন সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতির সার্বিক দিক নির্দেশনায় কাহালু উপজেলা কৃষকলীগ কে গতিশীল করার লক্ষ্যে সকল ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি ও আঞ্চলিক কমিটি পুর্ণগঠন করার নির্দেশ দেওয়া হয়।