কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল রবিবার কাহালু উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ৭০ জন পেঁয়াজ চাষি ও ৩০ জন পাটচাষিকে সার, বীজ, কীটনাশকসহ সরকারি প্রণোদনার অর্থ প্রদান করা হয়ে। সংশ্লিষ্ট সুত্র জানান, ৭০ জন পেঁয়াজ চাষির প্রত্যেকে চাষাবাদের জন্য পাচ্ছেন সার-বীজসহ যাবতীয় উপকরণ ও জনপ্রতি সরকারি প্রণোদনার ২ হাজার ৮০০ টাকা চেক। অপরদিকে নাবী পাটচাষিরা প্রত্যেকে পাচ্ছেন সার-বীজসহ যাবতীয় উপকরণ ও জনপ্রতি সরকারি প্রণোদনার ২ হাজার ৬৩০ টাকার চেক। উপজেলা অডিােরিয়াম হলে চাষিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ ময়নুল হক সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল রশিদ লালু ও মোছাঃ রওশন আরা।