গুরুতর অসুস্থ হয়ে পায়ে অস্ত্রোপচার করালেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। পূবাইলের কাছে একটি হাসপাতালে ভর্তি হয়ে ফেসবুকে লাইভে এসে তিনি নিজেই এ খবর জানিয়েছেন। হিরো আলম তার পায়ের নিচে একটি ফোঁড়া অস্ত্রোপচারের কথা জানান লাইভে। তিনি জানান, অস্ত্রোপচারের পর এখন বিশ্রামে রয়েছেন। দশ দিন তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মানিকে মাগে হিতে গানটি গাওয়ার সময় পায়ের ব্যথা টের পান জানিয়ে আলম আরও বলেন, গত মঙ্গলবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। দশ দিন তাকে বিশ্রাম নিতে হবে। এখন আগের তুলনায় ভালো আছি। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় এসেছি।
উল্লেখ্য, সমালোচনার তীর উপেক্ষা করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন হিরো আলম। এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া থাকলেও থেমে থামেনকি তিনি। ধারাবাহিকভাবে বাংলা, হিন্দি, ইংরেজি ও আরবিসহ বিভিন্ন ভাষার গান করে চলেছেন।