মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মুক্তার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত মুক্তার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার গোপালপুর ফুলপুকুরিয়া এলাকার দুলা সরকারের ছেলে। সে মোকামতলার হরিপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসেছিলো।
স্থানীয়রা জানান, নিহত মুক্তার বোনের বাড়ি থেকে মোকামতলা বাজারে যাবার পথে তাকে বহনকারী অটোভ্যানের এক্সেল ভেঙ্গে মহাসড়কে পড়ে যায়। এতে অন্যরা সটকে পড়লেও ঢাকাগামী একটি ট্রাক লড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৈয়দ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।