ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় ২ বছরের সাজাপ্রাপ্ত তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত বিটুল হোসেন (৩৮) কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ধুনট থানার এএসআই ফজলুল হক সংগীয় ফোর্স নিয়ে আড়কাটিয়া বাজার এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত বিটুল হোসেন ধুনট উপজেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে। তন্মধ্যে একটি মামলায় বিজ্ঞ আদালত তাকে ২ বছরের কারাদন্ড প্রদান করেন। এরপর থেকেই বিটুল পলাতক ছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।