লাইফস্টাইল ডেস্ক: আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি কন্যা, আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও বুধ। ১০ তারিখে জন্ম হবার কারনে আপনার ওপর রবি ও বুধের প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যাঃ ১,১০,১৯,২৮। আপনার শুভ বর্ণ: সবুজ, কমলা। শুভ গ্রহ ও বার: রবি ও বুধ। শুভ রত্ন: রুবী ও পান্না। আজকের দিনের শুভ বর্ণ: আজ আপনার জন্য সবুজ ও কমলা বর্ণ সৌভাগ্য বয়ে আনতে পারে।
আজকের সু সময়: জ্যোতিষ শাস্ত্র মতে আজকের সু-সময়: সকাল: ৫:৫৩-৭:৩৩, ৮:২২-১০:৪০ দুপর: ১:১৫-২:৫৩, বিকাল: ৪:৩০-৬:১৪ রাত: ৭:৪২-৮:১৭, ১০:৫১-১১:৩৮ পর্যন্ত। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করবে। ৪র্থী তিথি রাত: ১২:৫২ পর্যন্ত পরে ৫মী তিথি চলবে। আজকের দিনে নিষিদ্ধ খাদ্য: আজ রাত: ১২:৫২ পর্যন্ত মূলা পরে বেল খাওয়া নিষেধ।
মেষ রাশি (২১ মার্চ – ২০এপ্রিল):
মেষ রাশির জাতক জাতিকার দিনটি সাংসারিক জীবনে আনন্দময়। অবিবাহিতদের আজ বিয়ের যোগ প্রবল। অংশিদারী কোনো কাজে অংশ নিতে পারেন। পেয়ে যাবেন ব্যবসায়ীক সাফল্য। নিজের মনের মতো জীবন সাথী পাওয়াতে ধন্যবাদ দেবেন সৃষ্টিকর্তাকে। আপনার জীবনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে):
বৃষ রাশির জাতক জাতিকার মানসিক অস্থিরতা কমাতে হবে। তাড়াহুড়া কোনো সিদ্ধান্ত আপনাকে ভোগাবে। কাজের লোকের উপর কিছুটা বিরক্ত হবেন। চারিত্রীক দৃঢ়তা ধরে রাখতে না পারলে দুর্ণাম বদনামের ভয় প্রবল। আর্থিক অনিশ্চয়তা কেটেগিয়ে কিছু উপার্জনের সুযোগ আসবে। নিজের মাথাগরম অভ্যাশ ত্যাক করতে হবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন):
মিথুন রাশির জাতক জাতিকার দিনটি হবে প্রেম ভালোবাসার। নিজের সৃজনশীল কাজের ক্ষেত্রে আজ কিছু করে দেখাতে হবে। শিল্পী ও কলাকুশলীদের দিনটি কাজের ব্যস্ততায় কেটে যাবে। প্রফেশনালিজমের উপর কোনো প্রকার ঋণাত্মক প্রভাব পড়তে পারে। সন্তানের সাথে কমিয়ে আনতে হবে দূরত্ব। আপানার বন্ধুত্বই এ সময়ে তার খুব প্রয়োজন।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই):
কর্কটের জাতক জাতিকার আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের আগমন হবে গৃহে। প্রত্যাশা পূরণের দিন। গ্রামের বাড়িতে বেড়াতে যেতে পারেন। মায়ের শারীরিক অবস্থার উন্নতি হবে। পেয়ে যাবেন হারানো বা বেদখল হয়ে যাওয়া সম্পত্তি। যানবাহন ক্রয়ের যোগ প্রবল। মানসিক অবস্থার হবে উন্নতি।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট):
সিংহ রাশির জাতক জাতিকার দিনটি বৈদেশিক যোগাযোগে সফলতার। ছোট ভাই বোনের বিবাহ শাদীর আলোচনায় হবে অগ্রগতি। মিডিয়ায় কাজের হটাৎ সুযোগ আসতে চলেছে। ই-কমার্সে বা এফ-কমার্সে ভালো আয় রোজগারের সুযোগ আসতে চলেছে। অনলাইন বস্ত্র ও অলঙ্কার ব্যবসায় লাভের আশা রয়েছে।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর):
কন্যার জাতক জাতিকার আজ দিনটি মানসিক প্রশান্তির। কোনো সামাজিক অপ্যায়ণে অংশ নিতে হবে। তবে সামাজিক দূরত্বের কথাটি রাখতে হবে মাথায়। আজ ব্যবসায়ীরা বাড়তি কিছু টাকা আয়ের সুযোগ পেতে পারেন। খাদ্য পানিয় ও রেস্তোরা ব্যবসায়ীদের আজ কিছু আয় রোজগার হবে। সঞ্চয়ের চেষ্টায় সফল হতে পারবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর):
তুলা রাশির জাতক জাতিকার দিনটি মনের বাসনা পূরণের। বহু দিন ধরে লালিত স্বপ্ন পূরণ হতে চলেছে। পেয়ে যাবেন জীবন সাথীর সাহায্য। আয় রোজগারের চিন্তা মাঝে মধ্যে বাদ দিয়ে জীবনটাকে উপভোগ করতে চেষ্টা করুন। মানসিক অসুস্থতার জন্য আপনার সীমাহিন চাহিদাকে নিয়ন্ত্রণ করতে হবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর):
বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৈদেশিক কাজে আসবে সাফল্য। ব্যবসায়ীক কাজের চেয়ে আজ পারিবারিক কাজেই ব্যয় বৃদ্ধি পাবে। ট্রাভেল এজেন্সী ও রিক্রুটিং ব্যবসায়ীর সাহায্য প্রয়োজন হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে সফল হতে পারবেন। প্রবাসীদের জীবনে উল্লেখ যোগ্য কোনো ঘটনা ঘটতে চলেছে।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর):
ধনু রাশির জাতক জাতিকার দিনটি হতে পারে পারিবারিক বন্ধন বৃদ্ধির। ছুটির দিন হওয়াতে বাড়িতে বড় ভাই বোনের মিলন মেলা বশতে চলেছে। আয় রোজগারের ক্ষেত্রে বন্ধুর পরামর্শ আপনাকে সাহায্য করতে চলেছে। আর্থিক ক্ষেত্রে ব্যবসায়ীক ভাবে হতে পারেন লাভবান।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি):
মকর রাশির জাতক জাতিকার দিনটি হারানো সম্মান পূণরুদ্ধারের। সাঙ্গঠনিক ও সামাজিক কাজে আজ নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। চাকরি সংক্রান্ত পরীক্ষায় হবেন সফল। প্রভাবশালী কোনো নারীর সাহায্য পাওয়ার দিন। স্থানিয় রাজনৈতিক কর্মকান্ডে জড়িত হতে পারেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি):
কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি ধর্মীয় ও আধ্যাত্মীক উন্নতির। নিজের মধ্যকার নাস্তিকতার দেয়াল ধীরে ধীরে হবে দূর। শিক্ষক ও গুরুজনদের পরামর্শ বদলে দেবে আপনার দৃষ্টিভঙ্গী। জীবন জীবীকার জন্য প্রবাসে অবস্থানকারীদের অস্থায়ী নাগরিকত্বর বিষয়ে অগ্রগতি হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):
মীন রাশির জাতক জাতিকার দিনটি ঝুঁকি মূক্ত থাকার। রাস্তাঘাটে সাবধানে চলতে হবে। কারো সাথেই সঙ্ঘাতে জড়ানো যাবে না। আপনার জীবনের গুরুত্বপূর্ণ বাস্তবতাকে মেনে নিতে হবে। আপনার বিনিয়োগের পূর্ণ নিরাপত্তা আপনাকেই দিতে হবে। বকেয়া ঋণ পরিশোধ করতে পারলেই মনের চাপ কমে যাবে।