কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু উপজেলার পাইকড় গ্রামের রেজাউল করিম (রাজু) নামের এক ব্যক্তি সংবাদ সম্মেলন করে বললেন মামলা বাজদের হাত থেকে মুক্তি পাব কি? গতকাল শুক্রবার বিকেল ৪ টায় কাহালু প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি প্রশাসনের কাছে এই আকুতি জানান। পাইকড় ইউপি চেয়ারম্যান মোঃ মিটু চৌধুরীসহ ওই সংবাদ সম্মেলন বেশ কয়েক ব্যক্তির উপস্থিতিতে রাজু তার লিখিত বক্তব্য পাঠ করেন। তার লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় তাদের গ্রামের মোঃ আরিফুজ্জামান (দুলাল), মোঃ ওয়াদুজ্জামান ওয়েদ ও তার ভাইয়েরা মামলাবাজ, ভূমি দস্যু, ইভটিজিং ও নারী নির্যাতনকারী। বর্তমানে তাদের বিরুদ্ধে আদালতে তাদের বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে। তাদের কারণে গ্রামবাসী আর্থিক এবং মানষিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের কারণে আমরা সামাজিভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। এব্যাপারে ওয়াদুজ্জামান ওয়েদের সাথে মোবাইল ফোনে কথা বলা হলে তিনি জানান, সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে যা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে কথা।