বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার প্রত্যন্ত এলাকার একটি মাল্টা বাগান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। উপজেলার বালুভরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রধানকুন্ডি গ্রামের আল এমরান হোসেন তাঁর নিজ জমিতে উপজেলা হর্টিকালচার সেন্টারের সহযোগিতায় একটি মাল্টা বাগান গড়ে তুলেছেন। বাগানে ফল ধরা শুরু হয়েছে এবং ফল উত্তোলনও হচ্ছে। বাগানটি সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। এসময় তাঁর সাথে মাল্টা বাগানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম কাজল,বিএমডিএ সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, বাগান মালিক আল এমরান হোসেন প্রমুখ।