ফুটবল পায়ে কারিকুরি দেখিয়ে গোলের দেখা পেলেন তারকা স্ট্রাইকার নেইমার। তার গোলে জিতল ব্রাজিলও। বিশ্বকাপ বাছাইপর্বে সেলেসাও শিবির ২-০ গোলে হারিয়ে দিল পেরুকে।
অনায়াস এ জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শীর্ষস্থান ধরে রাখল ব্রাজিল। প্রিমিয়ার লিগের ফুটবলার নিয়ে চলমান বিতর্ক পাশ কাটিয়ে কোচ আদেনর লিওনার্দো বাচ্চি ওরফে তিতের শিষ্যরা দেখালেন নিজেদের দলের শক্তিমত্তা ও গভীরতা।
ঘরের মাঠে ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের লিড এনে দেন এভারটন রিবেইরো। ৪০তম মিনিটে ব্রাজিলকে গোল উপহার দেন পিএসজি সুপারস্টার নেইমার।
কোয়ারেন্টিন ইস্যুতে আর্জেন্টিনার বিপক্ষে ভন্ডুল হওয়া মহারণের আগে বিশ্বকাপ বাছাইপর্বে চিলিকে ১-০ গোলে হারিয়ে ছিল ব্রাজিল। লিওনেল মেসিদের কাছে কোপা আমেরিকা ট্রফি হাতছাড়া হওয়ার পর দুই ম্যাচ জিতল দক্ষিণ আমেরিকার এ ফুটবল পরাশক্তি।