বদলগাছী( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ১৮ অক্টোবর বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে ছাত্র-ছাত্রীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সার্বিক তত্ত্বাবধানে ৯ আগষ্ট সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, সমবায় কর্মকর্তা লুৎফর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম কাজল প্রমুখ প্রতিযোগিতা দুটি পরিচালনা করেন। প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র -ছাত্রী জেলা ও বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। বিভাগীয় পর্যায়ে বিজয়ীরা ঢাকায় জাতীয় শিশু একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন জানান।