বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির অধীনস্থ ৬টি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে বগুড়া শহর বিএনপি’র কার্যালয়ে দুপচাঁচিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। দুপচাঁচিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মোয়াজুম হোসেন, বর্তমান চেয়ারম্যান তোজাম্মেল হোসেন, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সাগর, বর্তমান চেয়ারম্যান মনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দের মধ্যে বক্তব্য রাখেন মহাসিন আলী, মঞ্জুরুল রহমান, উজ্জল হোসেন, আব্দুর রহিম, হাবিবুর রহমান দেওয়ান, ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়াক দের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান, এনামুল হক, হাবিবুর রহমান, শাজাহান আলী প্রমুখ। প্রস্তুতিমূলক সভায় ৬ টি ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন করার সিদ্ধান্ত হয়। ১২ সেপ্টেম্বর মনোনয়ন পত্র উত্তোলন ও ১৪ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমা। এছাড়া ৬ টি ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়। গোবিন্দপুর ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন ১৮,০৯,২০২১, জিয়া নগর ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন ১৯.০৯.২০২১, গুনাহার ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন ২০.০৯.২০২১, তালোড়া ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন ২১.০৯.২০২১, সদর ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন ২৮.০৯.২০২১ চামরুল ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন ২৯.০৯.২০২১ তারিখে।