নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ৯ই সেপ্টেম্বর সকাল ১০টায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ভদ্রাবতীতে উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র মোঃ আনিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ, কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অরুনাংশু মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মাদ, প্রভাষক আঃ বারী বারেক, মোরশেদুল বারী, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, নন্দীগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র প্রমুখ, নন্দীগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান প্রমুখ। উল্লেখ্য উক্ত সভায় সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।