ঢাকা : আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার রাত সোয়া ১১টার দিকে বিডিআর ৪ নম্বর গেট থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানা গেছে।
ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাজীব আহসান বিএনপির জাতীয় নির্বাহী কমিটিরও সদস্য।’
প্রত্যক্ষদর্শী ছাত্রদলের সাবেক নেতা মাসুম বিল্লাহর বরাত দিয়ে আকরাম হাসান বলেন, ‘ধানমন্ডিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দিয়ে বাসায় ফিরছিলেন রাজীব আহসান। এ সময় সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তাকে তুলে নিয়ে যায়।’ অবিলম্বে রাজীব আহসানের সন্ধান দাবি করেছেন তিনি।