বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে নব নির্মিত সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় উপজেলা ভূমি অফিস এবং দুইটি ইউনিয়ন ভূমি অফিসের শুভ উদ্বোধন হয়েছে। ৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় সারা দেশে একযোগে নব নির্মিত এই নতুন ভবন গুলোর শুভ উদ্বোধন ঘোষনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে ভার্চ্যুয়ালী দেশের সকল ভূমি অফিসের সাথে যুক্ত হয়ে এই উদ্বোধন ঘোষনা করেন। একই সাথে তিনি ডিজিটাল ভূমি তথ্য ব্যাংক, অনলাইনে ভূমি কর প্রদান, অনলাইনে খতিয়ান প্রাপ্তি, অনলাইনে জমির খাজনা খারিজের সেবা কার্যক্রমেরও শুভ উদ্বোধন করেন। এসময় বদলগাছী উপজেলা ভূমি অফিস থেকে যুক্ত হয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান এবং উপজেলা ভূমি অফিসের কানুনগো,সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি তহশীলদার সহ অফিসের কর্মচারীগণ। উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন বলেন,বর্তমানে অত্র বদলগাছী উপজেলায় ৮ টি ইউনিয়নে ৩ টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। ভূমি সেবা কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামীতে ৮ টি ইউনিয়নেই ইউনিয়ন ভূমি অফিস হবে। এর জন্য একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে।