বগুড়া : মঙ্গলবার বগুড়া ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন (বিসিএ) নেতৃবৃন্দের সাথে আলাপকালে বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা বলেন সামাজিক অবক্ষয় সন্ত্রাস ও মাদক নির্মূল করতে খেলাধুলার কোন বিকল্প নেই। সেইসাথে শিশুদের সুস্থ মানসিকতা গড়তে খেলাধুলা গুরুত্ব অপরিসীম। বিসিএ নেতৃবৃন্দ দাবির মুখে মেয়র আগামী সাত দিনের মধ্যে বগুড়ার ঐতিহ্যবাহী আলতাফুন্নেসা খেলার মাঠ সংস্কারের ঘোষণা দেন । সেইসাথে মাঠ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েবলেন খেলার মাঠ কে কেউ ব্যক্তিগত কাজে ব্যবহার করার সুযোগ নেই। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন (বিসিএ) এর সভাপতি শহিদুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি ডাঃ সামির হোসেন মিশু, জামিলুর রহমান জামিল, সহ সভাপতি কাউন্সিলর সিপার আল বখতিয়ার, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মেহেদী, প্রচার সম্পাদক তানভীর আলম রিমন সহ বগুড়া ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন (বিসিএ) এর নেতৃবৃন্দ।