নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ৬ই সেপ্টেম্বর নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের আইলপুনিয়া পশ্চিমপাড়া মানুষ মারী নামক স্থানে রাস্তার দু-পাশের্^ ৯টি খড়ের পালায় রাত আনুমানিক ৩টার দিকে দুবৃর্ত্তরা আগুন ধরিয়ে দেয়। দুবৃর্ত্তদের দেয়া আগুনে ফরিদের ৩টি, হানিফের ১টি ফারুকের ২টি, আবুল কালামের ১টি ও করিমের ১টিসহ মোট ৯টি খড়ের পালা পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কে বা কাহারা রাতের অন্ধকারে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে উক্ত ভুক্তভোগীদের ৯টি খড়ের পালা পুড়ে যাওয়ায় তাদের পালিত গো খাদ্যের চরম সংকট দেখা দেয়। ৯টি খড়ের পালা পুড়ে যাওয়ায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। এব্যাপারে ভুক্তভোগী করিমের মা মনোয়ারা বেগমসহ আরো অনেকে কান্না জড়িত কন্ঠে বলেন, আমরা গরিব মানুষ, মাঠে ঘাটে কাজকর্ম করে খেয়ে না খেয়ে গরুর জন্য খড়ের পালাগুলো কিনেছিলাম। পালা গুলো পুড়ে যাওয়ায় এখন গরু বাছুর নিয়ে আমরা চরম বিপদে আছি, কি করব বুঝে উঠতে পারছি না। তাই প্রশাসনের সহযোগিতা কামনা করছি।