বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ছোট যমুনা নদীর বাঁধের একটি অংশ হুমকির মুখে পড়েছে। বাঁধটি ভেঙ্গে গেলে পুরো একটি গ্রাম প্লাবিত হয়ে যাবে।জানা যায়, উপজেলার আধাইপুর ইউনিয়নের বেগুনজোয়ার গ্রামের পাশ দিয়ে ছোট যমুনা নদী প্রবাহিত হয়ে গেছে। নদীর বাঁধটি গ্রাম রক্ষা বাঁধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের কয়েকটি জায়গায় মাটি ধ্বসে গিয়ে বিপদজনক অবস্থার সৃষ্টি হয়েছে। আশু কোন ব্যবস্থা গ্রহন করা না হলে যেকোন সময় বাঁধ ভেঙে পুরো গ্রামটি প্লাবিত হয়ে জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি সরজমিনে দেখে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসীর। এ বিষয়ে আধাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরীর সাথে কথা বললে তিনি বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানিয়েছি। তাঁরা বলেছেন এটা নাকি তাদের কাজ নয়। উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সাথে এই বিষয়ে কথা বললে তিনি জানান, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। হয়তোবা দ্রুত কোন পদক্ষেপ গ্রহণ করা হবে।