কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল সোমবার বেলা১১ টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের কাহালু উপজেলা দরগাহাট স্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় একটিবাসের ধাক্কায় মুক্করাণী (৬৫) মারা গেছেন। মুক্করাণীউপজেলার পিন্টুখুর গ্রামের নিশিকান্তের স্ত্রী।স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদারবেলাল এই তথ্যটি নিশ্চিত করেন। স্থানীয় ইউপিমেম্বার আঃ বারী জানান, বাসের ধাক্কায় মুক্করাণীআহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।তবে কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনঅর রশিদ জানান, দুর্ঘটনার বিষয়টি পুলিশ জানলেওমৃত্যুর বার্তা তাদের কাছে এখনো আসেনি।মাকসুদুর রহমান মাসু