পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাট পাঁচবিবিতে ১শ বোতল ফেন্সিডিল সহ শরিফুল ইসলাম সোহেল (২৭)নামের একজন আটক করে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ।রবিবার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বেড়াখাই মোড়ে অভিযান চালিয়েতাকে আটক করে। আটককৃৃত সোহেল উপজেলার রতনপুর গ্রামের সানোয়ারহোসেনের ছেলে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, একজন ব্যক্তি মাদকদ্রব্যফেন্সিডিল নিজ হেফাজতে রেখে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মোশাররফ হোসেন নেতৃত্বে এটটি দল বেড়াখাই নামকস্থানেমাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ব্যক্তিকে তল্লাশী করে ১শ বোতল ফেন্সিডিল উদ্ধার র্পর্বক তাকে আটককরেন। আটককৃত আসামী শরিফুল ইসলাম সোহেল কে মাদক আইনে জেল হাজতেপ্রেরণ করা হয়েছে।