পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধারপলাশবাড়ীতে গ্রাহকসেবা মান উন্নয়নের লক্ষে ও ব্যাংকিংসেবা জনগণের দোড়দোড়ায় পৌছে দিতে গোবিন্দগঞ্জশাখার নিয়ন্ত্রণে পলাশবাড়ী মার্কেন্টাইল ব্যাংকের উপশাখাআনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরেপৌরশহরের কালিবাড়ী বাজার রোডে সিটি বিজনেসটাওয়ারে শাখার ভার্চুয়ালী উদ্বোধন করা হয়। শাখারউদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যাংকের ডিরেক্টর ওঅডিট প্রধান আকরাম হোসেন হুমায়ন। এসময় স্বাগতবক্তব্য রাখেন ব্যাংকের প্রধান নির্বাহী কামরুল ইসলাম।উদ্বোধন কালে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদচেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান,গোবিন্দগঞ্জ শাখা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক মন্ডল ও উপশাখাইনচার্জ হুমায়ুন রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেবসরকার তারা, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউলহোসেন পাতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।