নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে ২০ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রির ৩লাখ ৬ হাজার ১শ ৬০ টাকাসহ জুয়েল-মেরিনা দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত জাকির হোসেন জুয়েল (৩০) উপজেলা সদরের লিচুবাগান পূর্বপাড়ারআশরাফুল ইসলামের ছেলে ও তার স্ত্রী মেরিনা আকতার (২৬) দীর্ঘদিন ধরে এলাকায় মাদকব্যবসায় পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মাদকের আরও ৮ টি মামলারয়েছে বলে জানা গেছে। থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১০টায় ওসিআজম উদ্দিন মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ডুয়েলের বাড়িতে অভিযানচালিয়ে মাদক ও মাদক বিক্রির টাকাসহ ওই দম্পতিকে আটক করেন। সত্যতা নিশ্চিত করেমহাদেবপুর থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারের পর ওই দম্পতির বিরুদ্ধে থানায়মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।