বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহের শেষ দিনে মৎস্যচাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলার ৩৫ জন মৎস্যচাষীদের মাঝে ৭৫০ কেজি মাছের খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম। এসময় উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল হক প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও ৫০ জন ব্যক্তিকে মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।