বগুড়া: ৩রা সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ কৃষক সমিতি রাজশাহী বিভাগীয় সভা বেলা ১১ঃ৩০ মিনিটে বগুড়ায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড হাসান আলী শেখ এর সঞ্চালনয়ায় সভায় সভাপতিত্ব করেন কৃষক নেতা হুমায়ুন কবির।
উক্ত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আবিদ হোসেন ও সফি কমল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সমন্বয়ক আহসান হাবীব, কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সন্তোষ কুমার পাল, কৃষক নেতা জামাত আলী, রমানাথ মাহাতো, ইউনুছার রহমান, কৃষ্ণ চন্দ্র মাহাতো, লিয়াকত আলী কাক্কু প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, কৃষক তার ফসলের নায্য মূল্য থেকে বঞ্চিত। করোনা মহামারিতে কৃষকদের টিকা প্রদান ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান। সেইসাথে কৃষি বীমা চালু, পল্লী বিদ্যুতের দুর্নীতি রোধ, ফসলের লাভজনক দাম সহ বিভিন্ন দাবি জানায়।এছাড়া কৃষকদের ন্যায্য দাবী মেনে নেওয়ারও জোর দাবি জানায়। সভায় শোক প্রস্তাব পাঠ করে নিরবতা পালন করা হয়, জেলার রিপোর্ট প্রকাশ করা হয় এবং সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।