জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণ দিবস উপলক্ষে কবি জীবন ও কর্ম নিয়ে আলোচনার আয়োজন করে বগুড়া লেখক চক্র। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাতমাথাস্থ সংগঠন কার্যালয়ে (টিএমএসএসভবন, ৩য় তলা, সাতমাথা, বগুড়া) অনুষ্ঠিত আলোচনা সভায় বগুড়া লেখকচক্রের সভাপতি কবি ইসলাম রফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনবগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি প্রাবন্ধিক আব্দুল্লাহইকবাল, কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের, কথাসাহিত্যিক সাজাহানসাকিদার, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদকআবু সাঈদ সিদ্দিকী, শিশু সংগঠক এ্যাড. পলাশ খন্দকার, কবি শিবলীমোকতাদির, কথাসাহিত্যিক কবীর রানা, কবি সাংবাদিক মামুন রশীদপ্রমুখ।অন্যন্যেদের মধ্যে বক্তব্য রাখেন শৈবাল নুর, আব্দুল মতিন, প্রতত সিদ্দিকী,আমির খসরু সেলিম, রতন খান। কবি নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করেন শাহানূর শাহীন, আবুরায়হান, রনি বর্মন, শুভ্রা সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এমআসিনুর রহমান। ছবি-ক্যাপশন: গতকাল শুক্রবার সন্ধ্যায় বগুড়া লেখক চক্রের আয়োজনেসাতমাথাস্থ সংগঠন কার্যালয়ে জাতীয় কবি নজরুল ইসলামের ৪৫তমপ্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়াসম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। প্রেস বিজ্ঞপ্তি