স্পোর্টস ডেস্ক: শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার নাইম শেখ ও লিটন দাস। তবে মাঝে দ্রুত ৩ উইকেট হারালেও চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১৪২ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা। পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ।
টসে জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ দল। নাইম শেখ ৩৯ বলে ৩৯, লিটন দাস ২৯ বলে ৩৩ ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ৩২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন।
লিটন-নাইমের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ। এরপর হঠাৎ ছন্দপতন। ৫৯ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর দ্রুতই সাজঘরের পথ ধরেন মুশফিকুর রহীম ও সাকিব আল হাসান। অফস্পিনার রাচিন রবীন্দ্রর বলে লিটন ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। তিনে নামা মুশফিকুর রহীম প্রথম বলেই স্টাম্পড হয়ে ফেরেন রবীন্দ্রর দ্বিতীয় শিকার হয়ে।
দ্রুত রান তোলার চেষ্টায় থাকা সাকিব আল হাসানকে (৭ বলে ১২) ফেরান লেগস্পিনার কোল ম্যাকনকি।
প্রাথমিক বিপর্যয় সামলে নাইমকে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন মাহমুদুল্লাহ। রবীন্দ্র্রর তৃতীয় শিকারে পরিণত হয়ে নাইম ফিরলে ভাঙে জুটি। দ্রুতই আফিফ হোসেনকে (৩ বলে ৩) সাজঘরে ফেরান বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। বাংলাদেশ লড়াকু সংগ্রহ পায় ষষ্ঠ উইকেটে মাহমুদুল্লাহ-নুরুল হাসান সোহানের ৩২ রানের জুটিতে। ৯ বলে ১৩ রান করে ইনিংসের শেষ বলে হামিশ বেনেটের বলে আউট হন সোহান।
৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নিয়ে কিউইদের সেরা বোলার রাচিন রবীন্দ্র।