বগুড়া: বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমান আওয়ামী সরকারের আক্রোশের শিকার। এক- এগারোর ফখরুদ্দিন – মঈনুদ্দিন অসাংবিধানিক সরকারের নির্দেশে ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়। কর্তৃত্ববাদী সরকার গণতন্ত্র ও ভিন্নমত প্রকাশের স্বাধীনতাকে বাধা দিয়ে তারেক রহমানকে ঘিরে বিছাতে থাকে নানা চক্রান্তজাল। তারেক রহমানকে হেয় করার জন্য রাষ্ট্রশক্তিকে ব্যবহার করা হয়। অথচ দেশের কোথাও কোন অভিযোগ বা মামলা ছিল না। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তির পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্মম অত্যাচারে তারেক রহমান হাসপাতালের বিছানা থেকে উঠতে পারেনি। এক এগারোর সরকার যে মামলায় তারেক রহমানের নামে অভিযোগ পত্র দিতে পারেনি, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর সেই মামলার সম্পূরক চার্জশীটে তারেক রহমানের নাম দেওয়া হয়েছে। জনগণ বিশ্বাস করে জাতীয়তাবাদী শক্তিকে নেতৃত্বশুন্য করার জন্য যে মামলায় সাজা দেওয়া হয়েছে তা গভীর ষড়যন্ত্রমূলক। অর্থাৎ নির্দোষ তারেক রহমান বর্তমান আওয়ামী সরকারের আক্রোশের শিকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪ তম কারামুক্তি দিবস উপলক্ষে শুক্রবার সকালে বগুড়া জেলা বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, শহর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান বকুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একেএম আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, তৌহিদুল আলম মামুন, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাইন, সহিদ উন নবী সালাম। বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া জেলা শাখার সভাপতি এ্যাড. আলী আজগর, সাধারণ সম্পাদক এ্যাড. মোজাম্মেল হক. জেলা কৃষক দলের আহ্বায়ক আকরাম হোসেন, বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ বি এম মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, মৎস্যজীবী দল বগুড়া জেলা শাখার আহবায়ক মইনুল হক বকুল, ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক সুমন, ইকবাল হোসেন রাজু, শহর বিএনপি নেতা, সোলাইমান আলী, আজিজুল হক মঞ্জু,প্রমুখ। এছাড়া শহর বিএনপি আয়োজিত ৫ নং ওয়ার্ড বিএনপির নিহত এক কর্মীর লুতফর এর পরিবারকে অটো রিকশা, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ মামুনুর রহমান মামুন মোঃ তারেক, ১১ নং ওয়ার্ডের সাবেক আহবায়ক আঃ সোবাহান, মোঃ সেলিম, ১৩ নং ওয়ার্ডের ইস্মাইল হোসেকে আর্থিক অনুদান প্রদান এবং বাদ জুম্মা বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।